এই মুহূর্তে জেলা

৬৪ তেই চাঁদের দেশে চন্দ্রমনি।


তরুণ মুখার্জি, ১৪ সেপ্টেম্বর:- রিষড়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং কো-অর্ডিনেটর চন্দ্রমণি সিং স্বল্প রোগ ভোগের পর আজ কলকাতার পিজি হাসপাতালের পরলোকগমন করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পুরসভার মুখ্য প্রশাসক বিজয় সাগর মিশ্র সহ অন্যান্য সহকর্মীরা। ১৯৯৫ সালে তিনি প্রথমবার কংগ্রেস প্রার্থী হিসেবে জয়লাভ করে পুরসভার কাউন্সিলর হন। পরবর্তীকালে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ১৯ নম্বর ওয়ার্ড থেকে তিনি লাগাতার জয় লাভ করেন। সদাহাস্যময় এবং সমাজসেবী হিসেবে জনপ্রিয় ছিলেন চন্দ্রমণি বাবু। এলাকার বহু গরিব মানুষের পাশে যেকোনো প্রয়োজনে তিনি দাঁড়াতেন তার এই প্রয়াণে প্রশাসক বিজয় সাগর মিশ্র জানান আমরা প্রায় এক সঙ্গেই রাজনীতিতে এসেছিলাম এবং কাউন্সিলর হিসেবে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন রিষড়ায়, এবং সংগঠক হিসেবেও তিনি যথেষ্ট দক্ষ ছিলেন। তার মৃত্যুতে পুরসভায় একটা শূন্যতা সৃষ্টি হল। ঈশ্বরের কাছে তাঁর আত্মার শান্তি কামনা করেন বিজয় বাবু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।