এই মুহূর্তে জেলা

দলীয় নেত্রীকে জেতাতে গনপতির সামনে ১০ কেজি ঘি এর আহুতি দিয়ে হোমযজ্ঞ তপন দাশগুপ্তের!

সুদীপ দাস, ১০ সেপ্টেম্বর:- শুক্রবার তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন জমা দিন। আর এদিনই গনেশ চতুর্থী। তাই নিজের ১৭ বছরের গনেশ পুজোয় বিশেষ হোমযজ্ঞের আয়োজন বিধায়ক তপন দাশগুপ্তের। প্রত্যেক বছরই গনেশ চতুর্থীর দিন চুঁচুড়ার বড়বাজারে দলীয় কার্যালয়ের নীচে বিজয়েশ্বর গনেশ পুজোর আয়োজন করে থাকেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। এবছর এই পুজো ১৭বছরের পদার্পন করলো। সকাল থেকেই ঢাকের তালে পুরোহিতের মন্ত্রোচ্চারনের মধ্য দিয়ে গনেশ আরাধনা চলে।

এদিন এখানেই বিশেষ হোমযজ্ঞের আয়োজন করা হয়। কারন এদিনই কোলকাতার ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন জমা দেওয়ার দিন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যাতে ১ লক্ষের বেশী ভোটে ভবানীপুর থেকে জেতে সেজন্যই বাবা গনেশের কাছে এদিন ১০ কেজি ঘি সহযোগে বিশেষ হোমযজ্ঞ করেন প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। তপনবাবু বলেন এবার দিদি ১লক্ষের বেশী ভোটে জিতবে। আর ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপিকে হঠাতে মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাপ্টেনের ভূমিকা পালন করবেন।