এই মুহূর্তে জেলা

ভূয়ো গোয়েন্দা পরিচয়ে আটক দুই, চাঞ্চল্য চুঁচুড়ায় !

সুদীপ দাস, ৬ সেপ্টেম্বর:- গোপনে দোকানপাটের ছবি তুলতে গিয়ে তুলকালাম। ব্যাবসায়ীদের জেরার মুখে বেসরকারী গোয়েন্দা বলে পরিচয়। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হলো দুই যুবককে। সোমবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলীর চুঁচুড়া থানার চকবাজার এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুর দেড়টা নাগাদ চকবাজারের বিস্তীর্ণ এলাকা জুড়ে ব্যাবসায়ীক প্রতিষ্ঠিনগুলির ছবি তুলছিলো দুই যুবক। বিষয়টি নজরে আসতেই ব্যবসায়ীরা চেপে ধরে ওই দুজনকে। স্থানীয় ব্যাবসায়ী অমিতাভ ঘোষ বলেন একটি বাইকে করে এসে দুই যুবক সন্দেহজনকভাবে ঘোড়াঘুরি করছিল। তাঁদেরকে ছবি তুলতে দেখেই সন্দেহ হয়। চেপে ধরতেই তাঁরা নিজেদেরকে বেসরকারী গোয়েন্দা বলে পরিচয় দেয়।

সিক্রেট ইনভেস্টিগেটর বলে তাঁরা একটি পরিচয় পত্রও দেখায়। দুই যুবক জানায় তাঁদের হেড অফিস কলকাতায়। অভিতাভবাবু বলেন সন্দেহভাজনদের ফোন থেকে অফিসের নাম্বারে ফোন করা হলে এক মহিলা ফোন ধরেন। একটি বেসরকারী ব্যাঙ্কের কোলকাতা ডালহৌসি শাখার পরিচয় দিয়ে বলেন এক স্বর্ণ ব্যাবসায়ীর থেকে বকেয়া ঋণের টাকা উদ্ধারের জন্য ওই দু’জনকে পাঠানো হয়েছে। কিন্তু কোন স্বর্ন ব্যাবসায়ীর নাম বলতে পারেনি ওই মহিলা। এরপরই খবর দেওয়া হয় পুলিশে। চুঁচুড়া থানার পুলিশ এসে ওই দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান তাদের দেখানো গোয়েন্দা পরিচয় পত্রটি ভূয়ো। দুজনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ ঘটনার রহস্য উন্মোচনের চেষ্টা চালাচ্ছে। যদিও দিনে দুপুরে এধরনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চকবাজার এলাকায়। ব্যবসায়ী সহ স্থানীয়দের অনুমান ঘটনার পিছনে বড় কোন ষড়যন্ত্র রয়েছে।