এই মুহূর্তে জেলা

হাওড়ার বালিহল্টে ভয়াবহ দুর্ঘটনায় জখম ৭।

হাওড়া, ৬ সেপ্টেম্বর:- রবিবার রাতে হাওড়ার বালিহল্টের ২ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় কমপক্ষে ৭ জন আহত হন। লরির সঙ্গে ইনোভা প্রাইভেট গাড়ির ওই সংঘর্ষে এরা গুরুতর আহত হন। আহতদের উত্তরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর জেরে ২ নম্বর জাতীয় সড়কে ব্যাপক যানজট ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার ভয়াবহতা এতটাই ছিল যে দুমড়ে-মুচড়ে যায় বেসরকারি গাড়িটি। প্রবল ধাক্কায় লরির সামনের বাঁদিকের চাকা ভেঙে বেরিয়ে যায়। বালির শিল্পশ্রী এলাকায় ২ নম্বর ও ১১৬ নম্বর জাতীয় সড়কে যাওয়ার রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুর্ঘটনা ঘটে। হাওড়া থেকে দক্ষিনেশ্বরের দিকে যাওয়ার সময়ে বেসরকারি গাড়িটি উলটো দিক থেকে আসা লরিটিতে ধাক্কা মারে। দূর্ঘটনার জেরে এই ব্যস্ত রাস্তায় বেশ কিছুক্ষণের জন্যে প্রবল যানজটের সৃষ্টি হয়। ট্রাফিক পুলিশের চেষ্টায় পরে যানচলাচল স্বাভাবিক হয়।