এই মুহূর্তে কলকাতা

বরানগর থেকে কটকে কেন্দ্রীয় সরকার প্রতিবন্ধীদের প্রধান কার্যালয় তুলে নিয়ে যাবার প্রতিবাদে বিক্ষোভ।


কলকাতা , ৩ সেপ্টেম্বর:- কেন্দ্রে কংগ্রেস সরকার আর সেই সময় রাজ্যে মোটে এসেছে বামফ্রন্ট সরকার। সেই বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু ১৯৭৮ সালে কেন্দ্রীয় সরকারকে বরানগরের অর্থোপেডিক্স প্রতিবন্ধীদের জন্য হাসপাতাল করার জন্য জমি দেওয়া হয়। হাসপাতাল গড়ে ওঠে উত্তর পূর্ব ভারতের প্রধান কার্যালয় এবং রিসার্চ সেন্টার এডুকেশন সেন্টার। এখান থেকে প্রতিবন্ধীদের বিভিন্ন ধরনের সরঞ্জাম দেওয়া হয়। প্রতিবন্ধীদের চিকিৎসা করা হয় সেই সংস্থা কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ বরানগর থেকে তুলে নিয়ে যেতে চাইছে উড়িষ্যা কটকে। এরই প্রতিবাদে আজ প্রতিবন্ধীদের চারটে সংস্থা যৌথভাবে প্রধানত পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী সম্মেলনে সহ তিনটের সংস্থার যৌথ ডাকে ফোরাম ফর স্টুডেন্ট ইয়ুথ ডিজেবিলিটি যাদবপুর ইউনিভার্সিটি উদ্দীপনা বাংলা কলকাতা ও সমধর্মী অন্যান্য সংস্থাগুলোকে নিয়ে এই বিক্ষোভ কর্মসূচি সংঘটিত হয়। এই বিক্ষোভ কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রতিবন্ধী মানুষের অংশগ্রহণ করে এই বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রবীর সাহা। উপস্থিত ছিলেন তনময় ভট্টাচার্য, সুজন চক্রবর্তী, আব্দুল মান্নান, মনোজ ভট্টাচার্য বিশিষ্ট চলচ্চিত্র নির্দেশক তরুণ মজুমদার বিশিষ্ট চলচ্চিত্র নির্দেশক কমলেশ্বর ভট্টাচার্য।