এই মুহূর্তে জেলা

নিকাশি নিয়ে প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় ব্যাঁটরার নোনাপাড়ায় অবরোধ।

হাওড়া, ৩ সেপ্টেম্বর:- এর আগে গত ২৭ আগস্ট বেহাল নিকাশির প্রতিবাদে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন হাওড়ার ব্যাঁটরার নোনাপাড়ার বাসিন্দারা। প্রশাসনের তরফ থেকে জল জমার সমাধান হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু প্রায় এক সপ্তাহ কেটে গেলেও সেই সমস্যা না মেটায় আজ শুক্রবার সকালে নোনাপাড়ার বাসিন্দারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। অভিযোগ, দীর্ঘদিন ধরে নোনাপাড়ায় রাস্তাঘাট, বাড়িঘর জলমগ্ন হয়ে রয়েছে। বারবার পুরসভাকে বলেও এতদিনে কোনও কাজ হয়নি। এর প্রতিবাদেই শুক্রবার সকালে এলাকার স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান।

বাসিন্দাদের অভিযোগ, হাওড়া পুরসভা এবং স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে বারবার অভিযোগ জানানো হলেও এখনো পর্যন্ত এলাকা থেকে জল নিকাশির ব্যবস্থা করা হয়নি। এর জেরে এদিন রাস্তা অবরোধ করা হয়। ঘটনাস্থলে আসেন হাওড়া ব্যাঁটরা থানার পুলিশ। পুলিশ এদিন বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে। এদিকে, হাওড়া পুরনিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী জানান, আজই ওই এলাকায় পাম্প চালিয়ে জমা জল বের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল শনিবার আমরা ওই এলাকায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলব।