এই মুহূর্তে কলকাতা

পুলিশের রাজনীতিকরণ নিয়ে রাজ্যপালের মন্তব্যের পাল্টা কটাক্ষ মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ১ সেপ্টেম্বর:- পুলিশ বাহিনীর রাজনীতিকরণ নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকরের মন্তব্যের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নাম না করে তাকে পাল্টা কটাক্ষ করেছেন। পুলিশ দিবস উপলক্ষে আজ রাজ্যপাল টুইটারে বাহিনীকে শুভেচ্ছা জানান। একইসঙ্গে পুলিশের রাজ নীতিকরণ গণতন্ত্রের জন্য বিপদ বলে তিনি উল্লেখ করেন। পানাগড়ের এক অনুষ্ঠানে এই প্রসঙ্গ উত্থাপন করে কারো নাম না মুখ্যমন্ত্রী বলেন, হাজারটা ভাল কাজ করতে গেলে একটা ভুল হতে পারে। তা নিয়ে গোটা ফোর্সকে বদনাম করা উচিত নয়। যাঁরা করছেন, তাঁদের শুভবুদ্ধির উদয় হোক। কলকাতা ও রাজ্য পুলিশের কর্মীদের অসাধারণ কাজের জন্য মুখ্যমন্ত্রী কুর্নিশ জানিয়েছেন।

এদিকে সারা রাজ্যের পাশাপাশি কলকাতাতেও আজ পুলিশ দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়।কলকাতা পুলিশের সদর লাল বাজারে আয়োজিত অনুষ্ঠানে শহরের পুলিশ কমিশনার সৌমেন মিত্র করোনা পরিস্থিতিতে মানুষকে সতর্ক থাকার বার্তা দেন। সাধারণ মানুষকে মাস্ক পরার ও দূরত্ব বজায় রাখার তিনি অনুরোধ জানান।একই সঙ্গে পুলিশ কমিশনার সাইবার ক্রাইম নিয়ে মানুষকে সতর্ক হওয়ার বার্তাও দিয়েছেন। পুলিশ দিবস উপলক্ষে কলকাতা পুলিশের তরফে রবীন্দ্র সরোবর সহ বিভিন্ন জায়গায় আজ পুলিশ ব্যান্ডের অনুষ্ঠান, মাস্ক বিতরণ, পথের পশুদের খাবার দেওয়া সহ একাধিক কর্মসূচির আয়োজন করা হয়।