এই মুহূর্তে জেলা

রায়বেশে লোকনৃত্যু প্রায় বিলুপ্তির পথে।


সুদীপ দাস, ৩১ আগস্ট:- গ্রামবাংলার সংস্কৃতির অঙ্গ রায়বেশে লোকনৃত্যু, বীরভূম জেলা থেকেই এই লোকনৃত্যের উৎপত্তি। প্রাচীন যোদ্ধাদের মত বাঁশের ভল্লতে ভর করে এই নৃত্য হয় বলে এর নাম রায়বেশে লোকনৃত্যু। তবে বর্তমানে এই লোকনৃত্য প্রায় বিলুপ্তির পথে। তবে কয়েকটি ব্রতচারী সংগঠন এই সংস্কৃতিকে আজও বাঁচিয়ে রেখেছেন। তাঁদের মধ্যে অন্যতম চন্দননগর ব্রতচারী অঙ্গন। এই সংগঠন ব্রতচারীতে আলাদা মাত্রা পায় রায়বেশে লোকনৃত্যু।

আর এই রায়বেশের কসরতের অঙ্গ হিসাবে লাঠি খেলাকেও বাঁচিয়ে রাখা হয়েছে। শারিরীকভাবে যে কতরকম কসরত হতে পারে তা রায়বেশে লোকনৃত্য না দেখলে আপনি বুঝতেই পারবেন না। সারাবছর কমবেশী এই দলের ডাক পরলেও করোনা আবহে আর সেভাবে ডাক মেলেনা। আশা এবারের পুজোতে হয়তো কোলকাতার ও শহরতলির পুজোমন্ডপ প্রাঙ্গনে চন্দননগরের এই শিল্পীরা তাঁদের প্রতিভা তুলে ধরতে পারবেন।