এই মুহূর্তে কলকাতা

পুজোয় চমক , মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলেই তৈরি হচ্ছে দুর্গা মূর্তি।

কলকাতা, ৩১ আগস্ট:- এ বছর পুজোয় চমক আনতে চলেছে বাগুইহাটির নজরুল পার্ক উন্নয়ন সমিতির পুজো কমিটি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের আদলে এবারে তারা তাদের প্রতিমা তৈরি করার পরিকল্পনা করেছে। গত ১০ বছর ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্প গুলি করেছেন সেই সমস্ত বিষয়গুলি নিয়েই এই ভাবনা। থিমের নাম দেওয়া হয়েছে তুমিই ভরসা। লক্ষীর ভান্ডার প্রকল্পর মণ্ডপটি তৈরি হবে। দেবী দুর্গার দশটি হাতে অস্ত্রের বদলে থাকবে মুখ্যমন্ত্রীর দশটি প্রকল্পের বার্তা।

মূর্তিকে পরনে থাকবে সাদা শাড়ি এবং পায়ে হাওয়াই চটি। উদ্যোক্তারা জানিয়েছেন আমাদের এই থিম এর পেছনে কোনো রাজনীতি নেই বা অন্য কোন রাজনৈতিক দলকে কোনরকম ছোট করার প্রয়াস নেই। কেবলমাত্র মুখ্যমন্ত্রী এই রাজ্যের জন্য যে ধরনের উন্নয়ন যজ্ঞ শুরু করেছেন সেইগুলি তুলে ধরাই আমাদের লক্ষ্য। ফাইবার গ্লাসের এই দেবী মূর্তিটি তৈরি করছেন শিল্পী মিন্টু পাল। এর সঙ্গে সঙ্গে মণ্ডপে একটি আলাদা দুর্গা মূর্তি রাখা হবে এবং তাকেই শাস্ত্রমতে পুজো করা হবে।