কোচবিহার,১৭ ডিসেম্বর:- ফের তিনটি তাজা বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল তুফানগঞ্জে। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জের ১২ নম্বর ওয়ার্ডের সুকান্ত সরণি এলাকায়। স্থানীয় লোকজন ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই বোমা গুলিকে দেখতে পান। পরে তুফানগঞ্জ থানায় খবর দেন। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে পুলিশ বোমা তিনটি উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তুফানগঞ্জের ১২ নম্বর ওয়ার্ডের সুকান্ত সরণি এলাকায় বিশেষভাবে সক্ষম এক মহিলা প্লাস্টিক, বোতল সহ বিভিন্ন জিনিস কুড়োনোর কাজ করেন। তিনি বস্তাটি এনে একটি মাঠে রেখেছিলেন। তার পর মহাদেব মণ্ডল নামে ওই ব্যক্তি দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে বোমা তিনটি উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ সূত্রে জানিয়েছে, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে বোমা গুলিকে উদ্ধার করা হয়। কীভাবে বস্তার মধ্যে বোমা এল তা খতিয়ে দেখছে পুলিশ।