এই মুহূর্তে জেলা

জন্মাষ্টমীতে কাঠামো পুজোর মধ্য দিয়ে হাওড়ায় বনেদি বাড়ির পুজোর সূচনা।

হাওড়া, ৩০ আগস্ট:- সোমবার জন্মাষ্টমীর দিন কাঠামো পূজার মধ্য দিয়ে সূচনা হলো হাওড়ার বনেদি বাড়ির দূর্গাপুজো। অন্যান্য বছরের মতো এই দিনে কাঠামো পুজোর মাধ্যমে শুরু হলো হাওড়ার সালকিয়া ঢ্যাং বাড়ির ১৪৮ তম দূর্গাপুজো। জন্মাষ্টমী এবং দুর্গাপুজোর মধ্যে সময়ের ব্যবধান থাকে প্রায় দেড় মাস। এই সময়ের মধ্যেই ঢ্যাং বাড়ির মৃন্ময়ী মাকে চিন্ময়ী করে তোলার কাজ সম্পন্ন করা হয়। সেই কাজের সূচনা হলো জন্মাষ্টমীর দিন থেকে। এই বছর সমস্ত আচার অনুষ্ঠান পালন করা হবে কোভিড বিধি মেনেই। এরমধ্যে যাতে কোনো নিষ্ঠা ভক্তির খামতি না থাকে সেই ব্যবস্থাও করা হবে পুজোয়। কিভাবে শুরু হয়েছিল এই পুজো? এই ব্যাপারে বাড়ির অন্যতম সদস্য শুভজিৎ ঢ্যাং জানান, ১৪৮ বছরের এই পূজার সূচনা করেন তাদের পূর্বপুরুষ শ্রীরাম ঢ্যাং।

তিনি সেই সময় জমিদার ছিলেন। পরে হাওড়ায় এসে ব্যবসা শুরু করেন। ১৪৭ বছর আগে তিনি এই পুজোর স্বপ্নাদেশ পান। তারপর থেকেই শুরু হয় পুজো। শুভজিৎবাবু জানান, তাঁদের প্রতিমার কাঠামো বিসর্জন হয়না। সেই কাঠামোতেই পুজো হয়। এইভাবেই কাঠামো পুজোর মধ্য দিয়ে চলে আসছে এই বাড়ির পুজো। কোনও সময় বিসর্জন হয়নি এই কাঠামো। তিনি জানিয়েছেন যেখানে পুজো শুরু হয়েছিল ১৪৭ বছর ধরে সেইখানেই পুজো হয়ে আসছে। জন্মাষ্টমীর দিনে খুঁটি পুজো হয়ে আসছে। এই পুজোর বৈশিষ্ট্য নবমীর দিন তাদের কুমারী পুজো হয়। এই বছর পরিস্থিতি ভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন সর্তকতা অবলম্বন করতে হচ্ছে। এই পরিস্থিতিতে এবছর দর্শনার্থীদের পুজো মণ্ডপে আসাও নিয়ন্ত্রণ করা হবে।