এই মুহূর্তে জেলা

দ্বিতীয় হুগলি সেতুর টোলপ্লাজার কাছে দুর্ঘটনা এড়াতে বিশেষ ভাবনা।


হাওড়া, ২৮ আগস্ট:- কয়েকদিন আগেই গত ১০ আগস্ট মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছিল দ্বিতীয় হুগলি সেতুর টোলপ্লাজার কাছে। ওইদিন সকালে অফিস টাইমে টোলপ্লাজা পেরিয়ে বিদ্যাসাগর সেতুর উপর কাজিপাড়ার কাছে দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছিল। ওই ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছিলেন তাঁর এক সঙ্গী। বাসের রেষারেষির কারণেই দুর্ঘটনা বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন। টোলপ্লাজার কাছে দুর্ঘটনা নিয়ন্ত্রণ করতে এবার বিশেষ পদক্ষেপ গ্রহণ করল ট্রাফিক পুলিশ। হাওড়ার দিক থেকে কলকাতার দিকে যাওয়ার জন্যে একদম বামদিকের ৯ নম্বর চ্যানেলটি লোকাল বাসের জন্যে এবার থেকে নির্ধারিত করা হলো। দূরপাল্লার বাসগুলি অন্য চ্যানেল দিয়ে গেলেও লোকাল রুটের বাসগুলিকে বামদিক ধরে এগিয়ে এসে শার্প বেন্ড ধরে পৌঁছতে হবে টোলপ্লাজার ৯ নম্বর চ্যানেলে। এরফলে যাত্রী ওঠানামার সময়েও দুর্ঘটনার কোনও সম্ভবনা থাকবে না। শনিবার কলকাতা পুলিশ ট্রাফিক, হাওড়া সিটি পুলিশ ট্রাফিক এবং বাসমালিক সংগঠনগুলি এক বৈঠকে বসে ওই সিদ্ধান্ত নেন।