কলকাতা, ২৭ আগস্ট:- ফেসবুক মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠলকলকাতা বিশ্ববিদ্যালয়ের জুলজি বিভাগের এক প্রফেসরের বিরুদ্ধে ।লালবাজারে সাইবার ক্রাইম বিভাগে এই মর্মে তাঁর সতীর্থ আরেক অধ্যাপকঅভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, অভিযুক্ত অধ্যাপক একাধিক ফেসবুক পোস্ট এবং কমেন্টে মুখ্যমন্ত্রীর খুনের হুমকি দিয়েছেন। অভিযোগকারীদের একজনের বক্তব্য, “আমাদের চেনা একজনের পোস্ট দেখি সোশ্যাল মিডিয়ায়। সেটা খুবই বিতর্কিত। সেখানে মন্তব্য করা হয়েছে আমাদের মুখ্যমন্ত্রীকে হত্যা করার ইচ্ছা প্রকাশ করেছেন ওই ব্যক্তি।” জানা গিয়েছে, জুওলজি বিভাগের অধ্যাপক অভিযুক্ত ওই ব্যক্তি কলকাতা বিশ্ববিদ্যালয়েরই একটি কলেজে পড়ান।
অভিযোগকারী তমাল দত্ত ও দেবর্ষি রায়ের বক্তব্য, এই প্রথমবার নয়। ওয়েবকুটার সদস্য ওই অধ্যাপক একাধিক বার এ ধরনের বিতর্কিত কথাবার্তা বলেন। ভোটের আগে এরকম একটি মন্তব্য হোয়াটস অ্যাপ গ্রুপে ওই অধ্যাপক করেছিলেন বলে অভিযোগ। ফলে সেটি সে অর্থে প্রকাশ্যে আসেনি। কিন্তু এবার সরাসরি ফেসবুকে এ ধরনের মন্তব্য করায় শুরু হয় হইচই। অভিযোগকারীদের আরও বক্তব্য, একজন অধ্যাপক যদি রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে এ ধরনের কুরুচিকর মন্তব্য করেন, তা হলে নিরাপত্তার বিষয়টি নিয়ে ভাবনাচিন্তার অবকাশ থাকে। মূল অভিযোগকারী তমাল দত্ত নিজেও বালিগঞ্জ সায়েন্স কলেজেরই একজন স্কলার। সেক্ষেত্রে এই ধরনের অভিযোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।