এই মুহূর্তে কলকাতা

স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের স্মৃতিতে এনসিসি ক্যাডেটরা স্বেচ্ছায় রক্তদান করলেন।

কলকাতা, ২৫ আগস্ট:- দেশের স্বাধীনতা সংগ্রামে নিজের রক্ত দিয়ে যে বীর শহীদরা দেশের মানুষ জন্য নিজের প্রাণের বলি দিয়েছিলেন তাদের স্মৃতিতে এবং তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দিতে পশ্চিমবঙ্গ ও সিকিম এনসিসি ডাইরেকটোরেট তরফে কলকাতার এনসিসি ক্লাব হাউস একটি মহৎ প্রচেষ্টা চালানো হয়। এই দিনে দেশেও বাংলাতে মহামারি করোনা কালে রক্তের সংকট দেখা দিয়েছে, রক্তের অভাবে মেটাতে তারা এগিয়ে এলো কলকাতা এসএসকেএম হাসপাতাল সৌজন্যে ১০০ এনসিসি ক্যাডেটরা স্বেচ্ছায় রক্ত দান করলেন। ওনার এই রক্ত পুরোপুরি মাতৃভূমিকে সমর্থিত এনসিসি অফিসাররা জানান যে মহামারি করোনাকালে দেশে রক্তের যে বিরাট অভাবে বিশেষভাবে থ্যালাসেমিয়া রোগীদের জন্য প্রযোজ্য রক্তের অভাব চলছে, তাই জন্য মাত্র ভূমিসেবার নিজের কর্তব্য ভেবে ওনারা এগিয়ে এসেছেন। এই সময় বেঙ্গল এয়ার স্কোয়াডেন ১ এরিয়া এনসিসি কলকাতার কমান্ডিং অফিসার উইং কমান্ডার বিষ্ণু শর্মা নেতৃত্বে এই বিশেষ ক্যাম্প সফলভাবে আয়োজিত করা হলো।