সুদীপ দাস , ২৫ আগস্ট:- বিগত কয়েকদিন ধরে কোন এক অচেনা, অজানা, অদৃশ্য শক্তির দাপটে সংসারের সব গোপনীয়তা, সব নিজস্বতা হারাতে বসেছেন চুঁচুড়া বঙ্কিম কাননের বাসিন্দা পেশায় ওষুধ ব্যাবসায়ী সুশান্ত চ্যাটার্জী। সুশান্তবাবুর স্ত্রী সুনন্দা চ্যাটার্জী ও একমাত্র সন্তান ৭ম শ্রেনীর ছাত্র সায়নকে নিয়ে সুখের সংসার। কিন্তু বিগত ৪ দিন ধরে এই পরিবারেই নেমে এসেছে কোন এক অদৃশ্য ছায়ার হাতছানি। এরইমধ্যে হোয়াটঅ্যাপ হ্যাক হয়েছে বুঝে সুশান্তবাবু একাধিক নতুন মোবাইল কিনেছেন। তাতে সিমও নতুন ভরেছেন। পাল্টেছেন মেল আইডিও। কিন্তু কিছুতেই রেহাই নেই। ইতিমধ্যে সুশান্তবাবুর কটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেখানে কত টাকা আছে তাও নির্ভুলভাবে হোয়াটঅ্যাপ চ্যাটে ফুটে উঠেছে।
ভয়ে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে স্ত্রীর অ্যাকাউন্টে গচ্ছিত অর্থ সরিয়ে ফেলেছেন। অজানা ঐ ভৌতিক শক্তি ক্রমশই নিজের বুদ্ধির পরিচয় দিয়ে যাচ্ছে। যেমন সুশান্ত বাবুর বাড়ির সামনে কি লেখা আছে, গ্যারেজে কি রং-এর গাড়ি রয়েছে অথবা ঘরের পোষ্যের নাম সহ কখন ডাকছে সব তথ্যই নির্ভুলভাবে হোয়াটঅ্যাপ চ্যাটে ফুটে উঠছে। তবে সবথেকে অস্বস্তিকর পরিস্থিতি হচ্ছে যখন সুশান্তবাবুর অজান্তে হোয়াটসঅ্যাপ থেকে পরিচিত চিকিৎসক কিংবা আত্মীয়দের মোবাইলে অশ্লীল মেসেজ পৌঁছে যাচ্ছে! ইতিমধ্যে তিনি প্রথমে চুঁচুড়া থানা ও পরে চন্দননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিযোগ জানাতে গেছেন। কিন্তু সেখান থেকে উপদেশ মিললেও কোন সুরাহা মেলেনি।