এই মুহূর্তে কলকাতা

মানুষের ওপর অত্যাচারের বিরুদ্ধে গণ প্রতিরোধ হবেই ,দলীয় কর্মীর বাড়িতে বললেন সাংসদ অর্জুন সিং।

কলকাতা, ২৪ আগস্ট:- মানুষের ওপর অত্যাচার চরম সীমায় পৌঁছে গিয়েছে। এবার গণ প্রতিরোধ হবেই। মঙ্গলবার বেলায় জগদ্দলের পাল ঘাট রোডে আক্রান্ত দলীয় কর্মী রোহিত সাউ ওরফে বান্টি বর্মার বাড়িতে গিয়ে বললেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। সঙ্গে ছিলেন তার পুত্র বিধায়ক পবন কুমার সিং। প্রসঙ্গত, রবিবার বেলায় ঘর থেকে টেনে বাইরে এনে রোহিতকে বেধড়ক পেটায় একদল দুষ্কৃতী। সংকটজনক অবস্থায় রোহিত কলকাতার আর জি কর হাসপাতালে চিকিৎসাধীন।

এদিন আক্রান্তের পরিবারের সঙ্গে কথা বলেন সাংসদ অর্জুন সিং। প্রয়োজনে চিকিৎসার জন্য ভালো কোনও বেসরকারী হাসপাতালে ভর্তির প্রস্তাব দিলেন। সাংসদ বলেন, ঘটনাটি সিবিআই তদন্তের জন্য পরিবারকে এফ আই আর করতে বলেছি। সাংসদের অভিযোগ, পুলিশ আক্রান্তের পরিবারকে ধমকাচ্ছে রাজনৈতিক পরিচয় ধামাচাপা দেওয়ার জন্য।