সুদীপ দাস, ২৩ আগস্ট:– একই দাবীতে “নিয়োগ চাই” কর্মসুচীতে দ্বিধাবিভক্ত ২০১৪ সালে টেট উত্তীর্ন চাকুরীপ্রার্থীরা। এদিন একদিকে শুধু ডি.এল.এড আর একদিকে বি.এল.এড ও কিছু ডি.এল.এড চাকিরীপ্রার্থীরা বিক্ষোভে ও ডেপুটেশন কর্মসুচীতে সামিল হলো। এদিন ২০১৪ সালে টেট উত্তীর্ন পরীক্ষার্থীরা চুঁচুড়া ঘড়ির মোড় থেকে মিছিল করে ডিএম অফিসের সামনে এসে বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীদের বক্তব্য পুজোর আগে তাঁদেরকে নিয়োগ করতে হবে।
এরা মূলত বিএলএড ক্যাটাগরীর হলেও তাঁদের দাবী ডিএলএড -রাও তাঁদের সাথে রয়েছে। তবে এদিন একই সময়ে ডিএলএড ক্যাটেগরির চাকুরীপ্রার্থীরাও নিয়োগ চাই দাবীতে চুঁচুড়ায় হুগলী জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ভবনের সামনে বিক্ষোভে সামিল হয়। দু’পক্ষেরই দাবী তাঁরাই এই কর্মসুচী করছে। অন্যরা কি করছে তাঁরা জানে না।