দ:২৪ পরগনা, ২০ আগস্ট:- সুন্দরবনের বাঘের থাবায় মৃত,মৃত ব্যক্তিকে বাঘের মুখ থেকে ছিনিয়ে নিয়ে এলো অন্য সঙ্গীরা, মৃতদেহ সঙ্গে বাঘের লোম ছিড়ে আনলো মৎস্যজীবীরা। উওর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমা সন্দেশখালি থানার সুন্দরবনের ঝিলার জঙ্গলের ঘটনা। উত্তর ২৪ পরগনা সন্দেশখালি থেকে একদল মৎস্যজীবী মাছ ধরতে গিয়েছিল। গতকাল বৃহস্পতিবার সকাল বেলা মাছ ধরতে গিয়েছিল সাগরে। ফিরে আসার সময় বিকেল পাঁচটা নাগাদ বাঘের আক্রমণ করে এই মৎস্যজীবীদল টি। বছর ৫০ এর অন্ন দাস কে বাঘে ছো মেরে জঙ্গলের দিকে নিয়ে যেতেই। ততক্ষনে মৃত্যু হয়েছে অন্ন দাসের। বাকি মৎস্যজীবীরা বাঘের সঙ্গে লড়াই করে মৃতদেহ উদ্ধার করে ফিরে আসে ততক্ষনে মৃত্যু হয়েছে ওই প্রৌঢ়ের।
রীতিমতো সুন্দরবনের জঙ্গলে বাঘ আর ডাঙ্গায় মানুষের একটুকরো সিনেমার শুটিং দেখলো অন্যান্য মৎস্যজীবীরা। প্রশ্ন হচ্ছে এই মৎস্যজীবীরা আদৌ জঙ্গলের বিধি-নিষেধ মেনে বাফার জোন থেকে কোর জনে ঢুকে ছিল কিনা সেটা তদন্ত করে দেখছে বনদপ্তর। ঐ মৎস্যজীবীর মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে পড়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।