চিরঞ্জিত ঘোষ , ১৯ আগস্ট:- মাদার ডেয়ারীরকে বাংলা ডেয়ারী বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ঘোষণার বিরোধিতা করে বৃহস্পতিবার ডানকুনি মাদার ডেয়ারীতে প্রতিবাদ কর্মসূচী পালন করল সিটু। এ দিন ডানকুনির কারখানার গেটে সিটুর কর্মী সমর্থকেরা জরো হয়ে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ করে। মাদার ডেয়ারী এমপ্লয়িজ ইউনিয়নের তরফে এক প্রেস রিলিজের মাধ্যমে জানানো হয় মুখ্যমন্ত্রী মাদার ডেয়ারীর নাম পরিবর্তন করা মানে এই শিল্প কে মৃত্যুর দিকে ঠেলয়ে দেওয়া এটা উপলব্ধিতে রাখবেন। ‘মাদার’ এই নামটি সার্বজনীন।
কোনো বিশেষ সম্প্রদায়, ধর্ম বা রাজ্যের নয়। কলকাতা মাদার ডেয়ারীর নাম পরিবর্তন হলে একদিকে মানুষের কাছে পরিবর্তিত নতুন নামের ডেয়ারী বাজার হারাবে আর অন্যদিকে অন্যদিকে কলকাতা মাদার ডেয়ারীর দীর্ঘদিনের তৈরী বাজার দিল্লী মাদার ডেয়ারী যারা তিন বছর আগে পশ্চিমবঙ্গে এসেছে তারা সহজেই পেয়ে যাবে। এ দিন হুগলি জেলা ঠিকা শ্রমিক ইউনিয়ন (মাদার ডেয়ারী শাখা) র পক্ষে সম্পাদক তারকনাথ দত্ত ও সাধারণ সম্পাদক প্রদীপ মিত্র সংগঠনের প্যাডে মাদার ডেয়ারী কলকাতার চিফ জেনারেল ম্যানেজার কে একটি চিঠি দেন।ওই চিঠিতে দাবি করা হয় মাদার ডেয়ারীর সমস্ত শ্রমিক কর্মচারীদের অন্ধকারে রেখে এক তরফা ঘোষণার বিরোধিতা করা হয়।