আরামবাগ, ১৮ আগস্ট:- দ্রুত স্বাস্থ্য সাথী কার্ড করিয়ে এক প্রবীন নাগরিকের চিকিৎসার ব্যবস্থা করলেন আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী। জানা গিয়েছে, আরামবাগ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের ঘিয়া গ্রামের বাসিন্দা নাম রবীন্দ্রনাথ রবিন্দ্রনাথ পাকড়ে।বয়স ৬৫ বছর। বর্তমানে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হার্টের সমস্যায় পড়েছেন। সরকারি হাসপাতালের শয্যা না থাকায় সমস্যায় পড়েছিলেন তিনি।
এমন কি স্বাস্থ্য সাথী কার্ড না থাকায় বেসরকারি হাসপাতালে চিকিৎসা বহন করার ক্ষমতা ছিল না। এদিকে দ্রুত চিকিৎসা না হলে বিপদ ঘটতে পারে। এই রখম পরিস্থিতিতে এই প্রবীন মানুষের সদস্যরা আরামবাগ পৌর প্রশাসকের দ্বারস্থ হন।এরপর আরামবাগ পৌরসভার পৌর প্রশাসক এবং মহকুমা শাসকের উদ্যোগে স্বাস্থ্য সাথী কার্ড করিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। তাকে কলকাতার একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে।