হাওড়া, ১৮ আগস্ট:- নাকা চেকিংয়ের সময় হাওড়া স্টেশনের পুরানো কমপ্লেক্সের ১১ নম্বর গেটে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করল রেল পুলিশ। গতকাল ওই ব্যক্তির ব্যাগ থেকে উদ্ধার হয়েছে ৩ কেজি ১০০ গ্রাম রুপো এবং ১কেজি ৯৪০ গ্রাম সোনা। যার আনুমানিক মূল্য প্রায় ৯১ লাখ টাকা। ধৃতের নাম রজত গুপ্তা। তিনি লিলুয়া থানা এলাকার বাসিন্দা। তাঁর কাছ থেকে ফলকনামা এক্সপ্রেসের ওড়িষার ভদ্রক যাওয়ার টিকিটও উদ্ধার করেছে রেল পুলিশ। আরপিএফ সূত্রে এই খবর জানা গেছে। আরপিএফ সূত্রের খবর, বিশেষ চেকিংয়ের সময় তারা লক্ষ্য করেন যে একজন ব্যক্তি সন্দেহজনকভাবে ১১ নম্বর গেট দিয়ে প্রবেশ করছিলেন, যার কাছে দুটি ব্যাগ,
একটি নেভি ব্লু রঙের হ্যান্ড ব্যাগ এবং আরেকটি মেরুন কালারের পিট্টু ব্যাগ ছিল। এটি দেখে তারা অবিলম্বে ওই ব্যক্তিকে আটক করেন এবং তাকে তার দুটি ব্যাগ চেক করার জন্য খুলতে বলেন। এরপর ওই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। কিন্তু কর্তব্যরত রেলরক্ষী বাহিনীর সতর্কতার কারণে তাকে আটক করা সম্ভব হয়। এরপর ওই ব্যক্তির ব্যাগ স্ক্যানার মেশিনে পরীক্ষা করা হয়। স্ক্যানার মেশিনের ডিসপ্লে পর্যবেক্ষণ করে দেখা যায় ব্যাগের ভিতরে কিছু ধাতব জিনিস রাখা আছে। জিজ্ঞাসাবাদের সময় সন্দেহজনক কিছু প্রকাশ পেলে তখন ওই ব্যক্তিকে তার উভয় ব্যাগ সহ আরপিএফ পোস্ট হাওড়া উত্তরে আনা হয়।