Uncategorized এই মুহূর্তে জেলা

বেলুড় স্টেশন রোড এলাকায় আগুন।

হাওড়া, ১৮ আগস্ট:- বেলুড় স্টেশন রোডের জুটমিলের শ্রমিক আবাসন সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। বুধবার সেখানে রাস্তা তৈরির সময়ে হঠাৎই আগুন লেগে যায়। বেশ কয়েকটি পিচের ড্রামে পরপর আগুন লাগে। পাশের দুটি কারখানাতেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। তবে দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এদিন স্থানীয় মানুষ প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। দমকলের ২টি ইঞ্জিন প্রায় ঘন্টা দুয়েকেরও বেশি সময়ের চেষ্টায় আগুন আয়ত্ত্বে আনে। হতাহতের খবর নেই। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এলাকায় রাস্তায় পিচ দেওয়ার কাজ চলছিলো।

পিচ ভর্তি ড্রামগুলির নিচে আগুন জ্বালিয়ে পিচ গলানো হচ্ছিল। সেই সময়ে পিচের অনেকগুলি ড্রামে আগুন লেগে যায়। ঘন ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। ঘর থেকে আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন বহু মানুষ। দমকলে খবর দেওয়া হলে দমকল ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। বালি ও লিলুয়া থেকে ২টি ইঞ্জিন এসে আগুন নেভায়। বেলুড় স্টেশন রোডের সংলগ্ন জুটমিলের শ্রমিকদের আবাসনের পাশেই এই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।