এই মুহূর্তে জেলা

ট্রেনে ওঠা হকারদের জরিমানা করায় প্রহৃত আর,পি,এফ কর্মী , পাশাপাশি বৈচিগ্রামে রেল অবরোধ।

সুদীপ দাস, ১৭ আগস্ট:- ট্রেনে ওঠা হকারদের জরিমানা করায়, প্রহৃত দুই আরপিএফ কর্মী। পাশাপাশি ট্রেন অবরোধ। উত্তপ্ত পান্ডুয়া ব্লকের বৈঁচিগ্রাম রেল স্টেশন। মঙ্গলবার বিকেলে প্রায় ঘম্টাখানেক অবরোধ চলে বৈঁচিগ্রাম স্টেশনে। ঘটনার সূত্রপাত এদিন দুপুরে ব্যান্ডেল স্টেশনে। দুপুরে আপ হাওড়া-বর্ধমান লোকাল ব্যান্ডেলে ঢুকতেই সেই ট্রেনে ওঠে আরপিএফের বিশেষ হকার প্রতিরোধ বাহিনী। কোভিড আবহে বেআইনিভাবে ট্রেনে হকার ওঠায় জরিমানা করা শুরু হয়।

হকার প্রতিরোধ বাহিনীর জরিমানার মুখে পরলে বাহিনীর সাথে বচসায় জড়িয়ে পরে হকাররা। ট্রেন বৈচিগ্রামে ঢুকতেই বাহিনীর দুই কর্মী নীল সাকেত কুমার ও সঞ্জয় রায়কে ট্রেন থেকে নামিয়ে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ। মারধর করার পরও থেমে না থেকে দুপুর ৩টে থেকে বৈচিগ্রাম স্টেশনে ট্রেন অবরোধ শুরু করে হকাররা। প্রায় ঘন্টাখানেক ধরে অবরোধ চলার চলার পান্ডুয়া থানার পুলিশ ও মগরা থেকে রেল পুলিশের বিশাল বাহিনী গিয়ে অবরোধ তুলে দেয়। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত বাহিনীর দুই কর্মীকে মারধরের ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।