এই মুহূর্তে জেলা

খেলা হবে দিবসে হাওড়ায় প্রীতি ফুটবল ম্যাচ।

হাওড়া, ১৬ আগস্ট:- মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো সোমবার ১৬ আগস্ট সারা রাজ্যেই খেলা হবে দিবস পালিত হয়। এদিন বিকেলে হাওড়ার শৈলেন মান্না স্টেডিয়ামে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। ওই প্রীতি ম্যাচে মন্ত্রী অরূপ রায় একাদশের মুখোমুখি হয় হাওড়া ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন একাদশ। ম্যাচের ফল ছিল গোল শূন্য। ওই ম্যাচে অতীতের দিকপাল ফুটবলাররা অংশ নেন। সরকারি নিয়মানুযায়ী কোভিড বিধি মেনে এদিন খেলা হয়। স্টেডিয়ামে প্রায় ২ হাজার দর্শক উপস্থিত ছিলেন। বিভিন্ন ফুটবল অ্যাকাডেমি, ক্রীড়া সংস্থার প্রতিনিধিদের এই ম্যাচে আমন্ত্রণ জানানো হয়েছিল। কোচ হিসেবে মাঠে উপস্থিত ছিলেন জহর দাস। অরূপ রায় একাদশের নেতৃত্ব দেন অরূপ রায় নিজেই। হাওড়া ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন একাদশের নেতৃত্ব দেন অমর গাঙ্গুলি।

ম্যাচ পরিচালিনার দায়িত্বে ছিলেন ফিফা রেফারি সাগর সেন। এদিন হাওড়ার শৈলেন মান্না স্টেডিয়ামে উপস্থিত ছিলেন হাওড়া ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা আইএফএ এর সহ সভাপতি শ্যামল মিত্র, প্রাক্তন ফুটবলার জামসেদ নাসিরি, শিশির ঘোষ, অলোক মুখার্জি, কৃষ্ণেন্দু রায়, কার্ত্তিক শেঠ, সমীর চৌধুরী প্রাক্তন অলিম্পিয়ান বদ্রু ব্যানার্জি, আইএফএ সভাপতি অজিত ব্যানার্জি, হাওড়ার পুলিশ কমিশনার সি সুধাকর সহ জিলা পরিষদ, পুরসভা সহ প্রশাসনের আধিকারিকরা। প্রমুখ। অরূপ রায় একাদশের হয়ে গোলরক্ষকের দায়িত্ব সামলান অতীতের দিকপাল ফুটবলার বলাই দে। এদিন ২৫ মিনিট করে ৫০ মিনিটের এক উপভোগ্য ম্যাচ হয়। অরূপ রায় একাদশে খেলতে নামেন বিধায়ক গৌতম চৌধুরী। ম্যাচটি শেষপর্যন্ত গোল শূন্য ভাবে শেষ হয়। হাওড়ার ২০টি ক্লাবকে এদিন ফুটবল প্রদান করা হয়।