জেলা এই মুহূর্তে

ডেঙ্গু প্রতিরোধে গাপ্পি মাছ ছাড়ার কর্মসূচি আরামবাগ পৌরসভার।

আরামবাগ, ১৬ আগস্ট:- ডেঙ্গু প্রতিরোধে তৎপর আরামবাগ পৌরসভা।এদিন ডেঙ্গু প্রতিরোধে মশার উৎপাত কমাতে গাপ্পি মাছ ছাড়ার কর্মসূচি নেয় আরামবাগ পৌরসভা।এই পৌরসভার অন্তরগত এক নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে গাপ্পি মাছ ছাড়া হয়। জানা গিয়েছে প্রতিবছরই বর্ষার মরসুমে আরামবাগ শহরে মশার উৎপাত বাড়ে। এই মশার লাভা দমনে তৎপরতা সঙ্গে কাজ শুরু করে আরামবাগ পৌরসভা।ড্রেন পরিস্কার থেকে শুরু করে মশার লাভা দমনে গাপ্পি মাছ ছাড়ে।

এই বছরও তার ব্যতিক্রম হয়নি।আরামবাগের এক নম্বর ওয়ার্ডে পোস্ট কমপ্লেক্স এর কাছে পারুল হাই স্কুলের পার্শ্ববর্তী মাঠে পৌর প্রশাসক স্বপন নন্দী গাপ্পি মাছ ছাড়েন।তিনি বলেন,আরামবাগে পৌরসভায় ডেঙ্গু রোগ দেখা যায়নি। তবুও মশার লাভা দমনে গাপ্পি মাছ ছাড়া হলো।আরামবাগ পৌরসভা ডেঙ্গু রোগ প্রতিরোধে তৎপরতার সঙ্গে কাজ করছে।সবমিলিয়ে আরামবাগ পৌরসভার ডেঙ্গু রোগ প্রতিরোধ এই উদ্যোগকে সাধুবাদ জানায় এলাকার মানুষ।