এই মুহূর্তে জেলা

এখনও জলমগ্ন হাওড়ার বেলগাছিয়া , বেনারস রোডে অবরোধ।

হাওড়া, ১৩ আগস্ট:- দীর্ঘদিন ধরে জমে থাকা জল সরানোর দাবিতে হাওড়ার লিলুয়া বেলগাছিয়া মোড়ের কাছে বেনারস রোড অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। প্রায় ঘন্টাখানেক বেনারস রোড অবরোধ করে রাখেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, গত প্রায় ১৫ দিন ধরে জলমগ্ন এলাকা। অনেক বাড়ির ভিতরে এখনও রয়েছে জল। বাড়ি থেকে বেরলেই রাস্তায় হাঁটু সমান জল। সেই পরিস্থিতিতে এখনও পর্যন্ত জল নামানোর কোন ব্যাবস্থা নিচ্ছে না প্রশাসন। বৃষ্টির জমা জলে এই ভোগান্তির জেরে শুক্রবার হাওড়ার লিলুয়ার বেলগাছিয়ায় বেনারস রোড অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। প্রায় ঘন্টাখানেক ওই রোড অবরোধ করা হয়। অবরোধের জেরে তীব্র যানজট ছড়িয়ে পড়ে।

পরে লিলুয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধকারীদের বিষয়টি নিয়ে দেখার আশ্বাস দিলে অবরোধ তোলা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেলগাছিয়ায় গত প্রায় ১৫ দিন ধরে হাঁটু সমান জল জমে রয়েছে। একতলা বাড়ির ভিতরে ঢুকে গিয়েছে সেই জমা জল। প্রশাসনকে বার বার বলেও কোনও কাজ না হওয়াতেই অবশেষে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন তাঁরা। এদিন মূলত স্থানীয় পুরুষ মহিলা নির্বিশেষে বেনারস রোডে নেমে এলাকায় জমা জলের প্রতিবাদ করেন। দীর্ঘক্ষণ অবরোধের পরে অবশেষে পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ ওঠে। হাওড়া পুরসভার দাবি, গঙ্গার জলস্তর বেড়ে যাওয়ায় অনেক এলাকা থেকেই সরছে না জল। তবে অনেক জায়গাতেই পাম্প চালিয়ে জল সরানোর চেষ্টা করা হচ্ছে। জমা জল নামাতে বেলগাছিয়াতেও একইভাবে সেই চেষ্টা চলছে।