এই মুহূর্তে কলকাতা

তথ্যপ্রযুক্তি শিল্পে বিনিয়োগে এখনও পর্যন্ত ৩৯ একর জমি নিয়েছে , জানালেন শিল্পমন্ত্রী।

কলকাতা, ১১ আগস্ট:- রাজ্যে তথ্যপ্রযুক্তি শিল্পে বিনিয়োগের জন্যে সিলিকন ভ্যালিতে বিভিন্ন সংস্থা এখনও পর্যন্ত ৩৯ একর জমি নিয়েছে বলে রাজ্য সরকার জানিয়েছে। রাজ্যে এই শিল্পে বিনিয়োগের অগ্রগতি নিয়ে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ কলকাতায় ১২৫তি তথ্যপ্রযুক্তি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন। পরে তিনি বলেন, ইনফোসিস খুব শীঘ্রই এখানে তাদের প্রকল্পের কাজ শুরু করবে। শুরুর ২০ মাসের মধ্যে তারা প্রকল্পের কাজ শেষ করবে বলেও পার্থবাবু জানান। বিভিন্ন সংস্থা এখানে হাইপারস্কেল ডাটা সেন্টার তৈরিতে আগ্রহ দেখিয়েছে বলেও শিল্প মন্ত্রী জানিয়েছেন। রিলায়েন্স, ইয়োটা লিমিটেডের মত অগ্রনী সংস্থার সঙ্গে রাজ্য সরকারের ইতিমধ্যে মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তথ্যপ্রযুক্তি শিল্পে বিনিয়োগের অগ্রগতি নিয়ে শিল্প দপ্তর প্রতি ছয় মাস অন্তর পর্যালোচনা বৈঠকে বসবে বলে পার্থবাবু জানান।