কলকাতা, ১১ আগস্ট:- রাজ্যে তথ্যপ্রযুক্তি শিল্পে বিনিয়োগের জন্যে সিলিকন ভ্যালিতে বিভিন্ন সংস্থা এখনও পর্যন্ত ৩৯ একর জমি নিয়েছে বলে রাজ্য সরকার জানিয়েছে। রাজ্যে এই শিল্পে বিনিয়োগের অগ্রগতি নিয়ে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ কলকাতায় ১২৫তি তথ্যপ্রযুক্তি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন। পরে তিনি বলেন, ইনফোসিস খুব শীঘ্রই এখানে তাদের প্রকল্পের কাজ শুরু করবে। শুরুর ২০ মাসের মধ্যে তারা প্রকল্পের কাজ শেষ করবে বলেও পার্থবাবু জানান। বিভিন্ন সংস্থা এখানে হাইপারস্কেল ডাটা সেন্টার তৈরিতে আগ্রহ দেখিয়েছে বলেও শিল্প মন্ত্রী জানিয়েছেন। রিলায়েন্স, ইয়োটা লিমিটেডের মত অগ্রনী সংস্থার সঙ্গে রাজ্য সরকারের ইতিমধ্যে মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তথ্যপ্রযুক্তি শিল্পে বিনিয়োগের অগ্রগতি নিয়ে শিল্প দপ্তর প্রতি ছয় মাস অন্তর পর্যালোচনা বৈঠকে বসবে বলে পার্থবাবু জানান।
Related Articles
নতুন আট জন মন্ত্রী আজ রাজ্য মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হলেন।
কলকাতা, ৩ আগস্ট:- মন্ত্রিসভাকে ঢেলে সাজালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দফতর পরিচালনা আরও তৎপর ও মসৃণ করতে এবার মন্ত্রিসভায় পুরনো অভিজ্ঞ মুখেদের পাশাপাশি একঝাঁক নতুন তরুণ তুর্কি নেতাকে অন্তর্ভুক্ত করলেন তিনি। নতুন তরুণ মুখেদের স্থান দেওয়ার পাশাপাশি তাঁদের গুরুত্ব বৃদ্ধিও হয়েছে চোখে পড়ার মতই। এই হল বুধবার রাজ্য মন্ত্রিসভার বহু আলোচিত রদবদলের নির্যাস। মুখ্যমন্ত্রী নতুন মন্ত্রীদের […]
অধ্যক্ষকে অমর্যাদা করার অভিযোগে বিধানসভা থেকে সাসপেন্ড শুভেন্দু।
কলকাতা, ২৮ নভেম্বর:- বিধানসভার অভ্যন্তরে অধ্যক্ষের অমর্যাদা করার অভিযোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়েছে। চলতি অধিবেশনের মেয়াদ অথবা আগামী একমাস যেটি কম সময় হবে সেই সময়ের জন্য বিধানসভা থেকে তিনি নিলম্বিত থাকবেন বলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। সরকারপক্ষের উপমুখ্য সচেতক তাপস রায়ের আনা এক প্রস্তাবের প্রেক্ষিতে অধ্যক্ষ এই সিদ্ধান্ত নেন। বিধানসভার […]
টিটাগর চটকল শ্রমিকদের আয়োজিত রক্তদান শিবিরে বিমান বসু।
উত্তর ২৪ পরগনা, ১৮ জুলাই:- টিটাগর চটকল শ্রমিকদের আয়োজিত রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত হলেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান এবং সিপিআইএম পলিটব্যুরোর সদস্য বিমান বসু। বি সি এম ইউ ইউনিয়নের উদ্যোগে টিটাগর কেলভিন জুট মিল এবং এম্পরিয়াম জুট মিলের যৌথ উদ্যোগে ৩ শহীদ স্মরণে দীপক মজুমদার শোভা রাজভর এবং জামাল আক্তারের স্মরণে স্বেচ্ছায় রক্তদান শিবির […]








