হাওড়া, ১০ আগস্ট:- উত্তর হাওড়া, বেলগাছিয়া, দাশনগর সহ বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির জমা জলের সমস্যা বহুদিনের। এই নিয়ে মানুষের ক্ষোভ চরমে। কীভাবে জল জমার সমস্যার সমাধান করা সম্ভব পরিস্থিতি সরোজমিন করতে আজ উত্তর হাওড়া, বেলগাছিয়া ভাগাড় সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন মন্ত্রী অরূপ রায়। শহরের ড্রেনেজ সুয়ারেজ সিস্টেম নিয়ে কথা বলেন তিনি। বিধায়ক গৌতম চৌধুরী, প্রশাসকমন্ডলীর সদস্য ভাস্কর ভট্টাচার্য, পুর কমিশনার ধবল জৈন সহ হাওড়া পৌরনিগমের উচ্চপদস্থ আধিকারিকরা এদিন উপস্থিত ছিলেন।
জমা জলে ডুবে থাকা এলাকা পরিদর্শন করেন তাঁরা। কীভাবে ওই জমা জল দ্রুত নেমে যায় তা নিয়ে পর্যালোচনা করেন। অরূপ রায় জানান, জলযন্ত্রণা সমাধানের জন্য ইতিমধ্যেই মাস্টার প্ল্যান করা হয়েছে। আজ দুপুরেই এই নিয়ে পুরসভায় গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। সেখানে কেএমডিএ, পুর ও নগরোন্নয়ন দপ্তর, এইচআইটি, হাওড়া পৌরনিগমের উচ্চপদস্থ আধিকারিকরাও থাকবেন। কত তাড়াতাড়ি মানুষকে জলযন্ত্রণার হাত থেকে মুক্ত করা যায় তার উদ্যোগ নেওয়া হয়েছে।