এই মুহূর্তে জেলা

ত্রিপুরার ঘটনা নিয়ে বালিতেও প্রতিবাদ , আন্দোলনে তৃণমূল ছাত্র পরিষদ।

হাওড়া , ৯ আগস্ট:- শনিবার ত্রিপুরায় দেবাংশু ভট্টাচার্য্য, সুদীপ রাহা এবং জয়া দত্ত সহ ত্রিপুরার একাধিক তৃণমূল যুব কংগ্রেস কর্মীদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে রবিবার সন্ধ্যায় হাওড়ায় বালি কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বেলুড় লালবাবা কলেজের সামনে এক অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। ওই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের হাওড়া জেলা সদরের সভাপতি তুফান ঘোষ সহ রাজ্য এবং জেলার বিশিষ্ট নেতৃবৃন্দ। এদিন জি টি রোডে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখানো হয়। হাওড়া জেলা সদর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তুফান ঘোষ জানান, ত্রিপুরার মানুষ তৃণমূল কংগ্রেসকেই চাইছেন। দলের মুখপাত্র সুদীপ রাহা, দেবাংশু ভট্টাচার্য এবং জয়া দত্ত ত্রিপুরায় সংগঠনকে চাঙ্গা করতে সেখানে গিয়েছিলেন।

কিন্তু সেখানে বিনা দোষে, বিনা কারণে তাদের উপর যেভাবে আক্রমণ করা হয়েছে, এতে ভারতবর্ষের গণতন্ত্রকে নষ্ট করে দেওয়া হচ্ছে। নির্বাচনের সময়ে বহু বিজেপি নেতা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দোপাধ্যায়ের নামে কুৎসা করেছিলেন। তারপরেও বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। এখন সারা ভারতবর্ষের মানুষ তৃণমূল নেত্রীকে চাইছেন। সেখানে ত্রিপুরার সরকার বিপ্লব দেবের প্রশাসন তৃণমূল কংগ্রেসকে রোখার জন্য আমাদের কর্মীদের উপর আক্রমণ চালাচ্ছেন। এরই প্রতিবাদে রাস্তায় নেমেছি। তৃণমূল কংগ্রেস শান্তিপূর্ণভাবেই মানুষের পাশে থাকতে চায়। আজ পথে নেমেছে দল। ত্রিপুরার ঘটনার প্রতিবাদে বিপ্লব দেবের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।