হাওড়া, ৭ আগস্ট:- হাওড়ার ডোমজুড়ের সলপ থেকে ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় সাফল্য পেল পুলিশ। অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারের পাশাপাশি অপহরণকারীরাও ধরা পড়েছে পুলিশের জালে। ধৃতেরা বাবা ও ছেলে বলে জানা গেছে। অপহরণের পর মুক্তিপণ দাবি করেছিল দুষ্কৃতীরা। চাহিদামতো টাকা না দিলে খুনের হুমকিও দেওয়া হয়েছিল। এই অপহরণের ঘটনায় মেদিনীপুর থেকে পুলিশ বাবা শাফিকুর রহমান (৫২) ও তার ছেলে ওয়াইশ খান (২০) কে গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছেন অপহৃত ব্যবসায়ী। গত তারিখ ডোমজুড়ের সলপ থেকে ব্যবসায়ী দেবনাথ দাসকে অপহরণ করা হয়েছিল। ব্যবসার অংশীদারের পাওনা টাকা আদায়ের জন্যই ওই ঘটনা বলে মনে করা হচ্ছে। অপহরণের এদিকে অভিযোগে পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে গ্রেপ্তার করা হয় এদের। গত ৪ আগস্ট দুপুরে সলপ ব্রিজের কাছে একটি রেস্তোরাঁর সামনে ফোনে ডাকা হয় অপহৃত ইলেকট্রো প্লেটিং ব্যবসায়ী দেবনাথকে।
তাঁকে সেখান থেকে আলোচনার নাম করে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। একাধিক জায়গায় ঘুরিয়ে আটকে রাখা হয় একটি বাড়িতে। রাতে ফোনে পরিবারের কাছে মোটা টাকার মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ। না হলে ব্যবসায়ীর প্রাণ সংশয়ের হুমকিও ফোনে দেওয়া হয়। অবশেষে বিভিন্ন সূত্র ধরে ব্যবসায়ীকে উদ্ধার করে ডোমজুড় থানার পুলিশ। অভিযুক্তদের গ্রেপ্তারও করা হয়। দেবনাথবাবুর বাড়ি লিলুয়ার আনন্দনগরে। তাঁর প্লেটিং এর কারখানা জঙ্গলপুরে। বাড়ি সংলগ্ন এলাকা বৃষ্টিতে জলমগ্ন হওয়ার কারণে তিনি ডোমজুড়ের সলপে শালির বাড়ি এসে ছিলেন। গত ৪ তারিখ প্রাক্তন অংশীদার শাফিকুর রহমান ও তার ছেলে ওয়াইশ খান ফোন করে তাঁকে একটি রেস্তোরাঁর সামনে ডাকে আলোচনার জন্য। সেখান থেকে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় প্রথমে তপসিয়ায়। সেখান থেকে পূর্ব মেদিনীপুরের তমলুকে। সেখানেই অভিযুক্তের গ্রামের বাড়ি রয়েছে বলে জানা গেছে।