হাওড়া , ৬ আগস্ট:- অয়েল ট্যাঙ্কার মালিকদের সংগঠনের ডাকা ধর্মঘটের ফলে গতকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে শহরের পেট্রোল এবং ডিজেল সরবরাহ। বৃহস্পতিবার সকাল থেকেই হাওড়ার মৌড়ীগ্রামে ইন্ডিয়ান অয়েল ডিপোতে ট্যাঙ্কার মালিকরা পেট্রোল এবং ডিজেলের গাড়িতে রিফিলের কাজ বন্ধ রেখেছেন। এরফলে হাওড়া, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদীয়ার একাংশে তেল সরবরাহ করা যায়নি। ওয়েস্ট বেঙ্গল ট্যাঙ্কার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে যে টেন্ডার ডাকা হয়েছিল তাতে ট্রান্সপোর্ট রেট অস্বাভাবিক হারে কমিয়ে দেওয়া হয়। এরই প্রতিবাদে তারা ধর্মঘটে সামিল হন।
এদিকে পেট্রোল এবং ডিজেল ট্যাঙ্কারে না তোলার কারণে পেট্রোল পাম্পগুলিতেও তেল সরবরাহ পরিষেবা সাময়িকভাবে ব্যাহত হয়। পাম্প মালিকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল পেট্রল ডিলার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যুগ্ম সম্পাদক প্রসেনজিৎ সেন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যের পর থেকেই কলকাতা এবং হাওড়ার পাম্পগুলি ড্রাই হতে শুরু করার আশঙ্কা ছিল। ওয়েস্ট বেঙ্গল ট্যাঙ্কার এসোসিয়েশনের সম্পাদক রাজকুমার চ্যাটার্জি বলেন, প্রায় ষাটটি চুক্তিবদ্ধ তেলবাহী ট্যাঙ্কারকে ইতিমধ্যেই বসিয়ে দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর ভাড়াও কমিয়ে দেবার ফলে সমস্যায় পড়েছেন তারা।তাদের দাবি না মানলে আন্দোলন চলবে। তবে তারা আশাবাদী কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করে সমস্যার সমাধান করবে।