কলকাতা, ২ আগস্ট:- খেলা হবে স্লোগানকে সামনে রেখে তার দল তৃণমূল কংগ্রেস আগামী দিনে সর্বভারতীয় রাজনীতির ময়দানে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইঙ্গিত দিয়েছেন। কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ খেলা হবে দিবসের সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন বিধানসভা নির্বাচনে তার দলের স্লোগান খেলা হবে ইতমধ্যেই তেই অন্যান্য রাজ্যে জনপ্রিয়তা পেয়েছে। সংসদেও খেলা হবে শ্লোগান শোনা যাচ্ছে। আগামী দিনে তা দেশে ছড়িয়ে পড়বে। কিছুটা খেলা হয়েছে আগামী দিনে আরো খেলা বাকি আছে বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন।
