এই মুহূর্তে জেলা

গ্যাস সিলিন্ডার থেকে বিধ্বংসী আগুনে ভস্মীভূত বাড়ি।

হাওড়া, ২ আগস্ট:- হাওড়ায় লিলুয়ার চকপাড়ায় রান্নার সিলিন্ডার থেকে গ্যাস লিক করে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার বিকেল নাগাদ ঘটনাটি ঘটে। আগুনে ২টি বাড়ি ভস্মীভূত হয়ে যায়। হতাহতের খবর না থাকলেও ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বলে জানা গেছে। স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর প্রাথমিক চেষ্টা চালায়।

দমকলের ১টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল সূত্রে জানা গেছে, এদিন লিলুয়ার ভট্টনগর চকপাড়ায় রান্না করার সময় পাইপ থেকে গ্যাস লিক করে আগুন ধরে যায়। পাশাপাশি ২টি টালির চালা বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। বাড়ি ২টি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। তবে দমকল কর্মীদের প্রচেষ্টায় পাশাপাশি অন্য বাড়িগুলো আগুনের গ্রাস থেকে রক্ষা পায়। আগুনে হতাহতের খবর নেই।