এই মুহূর্তে জেলা

উদয়নারায়ণপুরের পাশাপাশি হাওড়ার আমতাও বন্যা প্লাবিত।

হাওড়া , ২ আগস্ট:- উদয়নারায়ণপুরের পাশাপাশি হাওড়ার আমতাও বন্যা প্লাবিত হয়েছে। আমতার ২ নং ব্লকে সাহারাবেড়িয়া গ্রামে কানা নদীর বাঁধ ভেঙে জল ঢুকতে শুরু করেছে। অন্যদিকে, ডিভিসির ছাড়া জলে বন্যার আকার নেয় হাওড়ার উদয়নারায়ণপুরের হরিহরপুর। সেখানেই গতকাল বিকেলে জলের স্রোতে ভেসে যান একজন। শুক্রবার এবং শনিবার দফায় দফায় ডিভিসির ছাড়া জলে নদী বাঁধ উপচে ভেঙে প্লাবিত হয়েছে হাওড়া জেলা উদয়নারায়নপুর ও আমতা দু’নম্বর ব্লক। প্রশাসন সূত্রের খবর উদয়নারায়ণপুরের ৬ টি গ্রাম পঞ্চায়েতের ৪১টি গ্রাম প্লাবিত হয়েছে। ইতিমধ্যে দুর্গত এলাকা থেকে প্রায় ৬ হাজার মানুষকে সরিয়ে ১৯টি ত্রান শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে। ত্রান শিবিরে আশ্রয় নেওয়া মানুষদের চাল আলু শুকনো খাবার বেবি ফুড ও জলের পাউচ পাঠানো হয়েছে।

অন্যদিকে নদীবাঁধ উপচে প্লাবিত হয়েছে আমতা দু’নম্বর ব্লকের দ্বীপাঞ্চল ও ঘোড়াবেড়িয়া চিতনান। প্রশাসনের আশঙ্কা রবিবার ডিভিসি আবার যে পরিমান জল ছেড়েছে তাতে সোমবার পরিস্থিতির আরও অবনতি হবে। শনিবার রাত থেকেই উদয়নারায়নপুরের পুরপাট থেকে খলতপুর দীর্ঘ ১২ কিলোমিটার এলাকায় ২৭ জায়গায় নদী বাঁধ ভেঙে একের পর এক গ্রাম প্লাবিত হয়েছে। অন্যদিকে নদীবাঁধ উপচে এবং ভেঙে জল ঢুকে যাওয়ায় হাওড়া ও হুগলি জেলার সঙ্গে উদয়নারায়ণপুরের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ডিভিসির ছাড়া জল রূপনারায়ন ও মুন্ডেশ্বরী নদীর বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে। ইতিমধ্যে নদীর দ্বীপাঞ্চল ভাটোরা এবং ঘোড়াবেড়িয়া চিৎনান এলাকায় ঢুকে পড়ায় জলমগ্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা।