এই মুহূর্তে জেলা

জেলা পরিষদের আর্থিক সহায়তায় উন্নয়ন হাওড়ায়। ১৪টি ব্লকে শববাহী যান ও বর্জ্য নিষ্কাশন যান প্রদান।

হাওড়া , ২ আগস্ট:- জেলা পরিষদের আর্থিক সহায়তায় উন্নয়নের কাজ শুরু হলো হাওড়ায়। জেলার ১৪টি ব্লকে শববাহী যান ও বর্জ্য নিষ্কাশন যান প্রদান করা হলো। এছাড়াও আরও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প শুরু করা হয়েছে জিলা পরিষদের প্রায় ২০ কোটি টাকার আর্থিক সহায়তায়। সোমবার এক অনুষ্ঠানে এসে এই কাজের ভূয়সী প্রশংসা করেন রাজ্যের দুই মন্ত্রী অরূপ রায় ও পুলক রায়। হাওড়া জিলা পরিষদের আর্থিক সহায়তায় জেলার ১৪টি ব্লকে সোমবার দুপুরে শববাহী যান ও বর্জ্য নিষ্কাশন যান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল হাওড়ার শরৎ সদনে। শরৎ সদনের ২ নম্বর হলে ওই অনুষ্ঠান হয়।

এদিন বিভিন্ন পঞ্চায়েত সমিতিতে শববাহী ও বর্জ্য নিষ্কাশন যান প্রদান করা হয়। এদিন হাওড়ার বাগনান-১ ও ২, আমতা-১, শ্যামপুর-১ ও ২, উদয়নারায়ণপুর, পাঁচলা ও জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির হাতে ওই যান প্রদান করা হয়। অনুষ্ঠানে রাজ্যের জনসাস্থ্য ও কারিগরী দপ্তরের মন্ত্রী পুলক রায় ও রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী অরূপ রায় উপস্থিত ছিলেন। এছাড়াও হাওড়া জিলা পরিষদের সভাধিপতি কাবেরি দাস, সহকারি সভাধিপতি অজয় ভট্টাচার্য, বিধায়ক সীতানাথ ঘোষ, প্রিয়া পাল, ডাঃ নির্মল মাজি সহ জিলা পরিষদের সকল কর্মাধ্যক্ষ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।