এই মুহূর্তে কলকাতা

সোমবার মুখ্যমন্ত্রীর হাত দিয়ে সূচনা হবে খেলা দিবসের।

কলকাতা, ১ আগস্ট:- রাজ্যে খেলা ধুলার প্রসার ঘটাতে ১৬ আগস্ট খেলা হবে দিবস পালন করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উপলক্ষে বিভিন্ন ক্লাবকে এক লক্ষ ফুটবল বিলি করবে রাজ্য সরকার। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই কর্মসূচির সূচনা করবেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে জানা গিয়েছে, অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আই এফ এ অনুমোদিত ৩০৩ টি ক্লাবকে ফুটবল দেবেন। প্রতি ক্লাবকে দেওয়া হবে দশটি করে বল। মোহনবাগান ইস্টবেঙ্গল এবং মোহামেডান স্পোটিং ক্লাব পাবে একশ করে ফুটবল। ছাত্র যুবদের খেলায় উৎসাহ দিতে তাদের মধ্যে ৩,৩০০ জয়ী ফুটবল বিলি করা হবে। রাজ্যের রিফিউজি হ্যান্ডিক্রফটস সংস্থার অধীন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা এই জয়ী ফুটবল তৈরি করেছেন। সমস্ত জেলা মিলিয়ে এক লক্ষ এক ধরনের ফুটবল বিলি করা হবে। এছাড়া নেতাজি ইন্ডোর এর অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের প্রবীণ ও বিশিষ্ট ক্রীড়াবিদদের সম্বর্ধিত করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।