এই মুহূর্তে জেলা

স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগ, মানসিক ভারসাম্যহীনদের চিকিৎসার মাধ্যমে সুস্থ করে বাড়ি ফেরানো হলো।

হাওড়া, ৩১ জুলাই:- স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগ, মানসিক ভারসাম্যহীনদের চিকিৎসার মাধ্যমে সুস্থ করে বাড়ি ফেরানো হলো।মুম্বইয়ের এক স্বেচ্ছাসেবী সংস্থা ( শ্রদ্ধা রেহাবিলিটেশন ফাউন্ডেশন) এ রাজ্যের ৫ মানসিক ভারসাম্যহীন বাসিন্দাকে মুম্বই পুলিশের মাধ্যমে উদ্ধার করেছিল। জানা গেছে, মুম্বইয়ের বিভিন্ন জায়গা থেকে এই মানসিক ভারসাম্যহীন পাঁচ ব্যক্তি দিনের পর দিন রাস্তায় বা কেউ প্লাটফর্মে দিন কাটাচ্ছিলেন। পরে মুম্বই পুলিশ এদের উদ্ধার করে। এরপর এই ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করে ও ফাউন্ডেশনের হাতে এদের তুলে দেয়।

শ্রদ্ধা রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশন এই সব মানসিক ভারসাম্যহীন মানুষদের বিনা খরচে চিকিৎসা শুরু করে। এবং তাদের দীর্ঘ চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন। হুগলীর সুনীল, বীরভূমের লতুফা, নদিয়ার শান্তিপুরের রাধা, মালদার সোনিয়া এবং উত্তর দিনাজপুরের শ্যামসুন্দর; এরা প্রত্যেকেই বিগত পাঁচ থেকে ১০ বছর বাদে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। ওই স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা এদের ২ দিন আগে ট্রেনপথে হাওড়ায় নিয়ে আসে। এবং তাদের পরিবারের হাতে এদের পাঁচজনকে তুলে দেওয়া হয়।