হুগলি, ৩১ জুলাই:- শ্রীরামপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কালিবাবু শ্মশানঘাট সংলগ্ন একটি কালীমন্দির গঙ্গার করাল গ্রাসে তলিয়ে গেল গত তিনদিন ধরে লাগাতার বৃষ্টিতে শ্রীরামপুরের গঙ্গা সংলোগ্ন বেশ কিছু জায়গায় জলমগ্ন হয়ে পড়েছে। যে মন্দিরটি গঙ্গায় তলিয়ে গেছে সেই মন্দির সংলগ্ন যে শ্মশানঘাট কি রয়েছে যা কালিবাবু শ্মশান ঘাট নামে পরিচিত, অতি প্রাচীন শ্মশানটি প্রায় ভাঙনের গঙ্গার কাছাকাছি ফলে চলে এসেছে স্থানীয় মানুষদের অভিযোগ যেভাবে গঙ্গার ভাঙন বাড়ছে তাতে যে কোনোদিন শ্মশান ঘাট করাল গ্রাসে তলিয়ে যেতে পারে।
তার জন্য আমরা প্রশাসনের কাছে আবেদন করছি যাতে এই শ্মশানঘাট রক্ষা করা যায় সে ব্যাপারে তারা নজর দিন। এ বিষয়ে এলাকার প্রাক্তন কাউন্সিলার এবং শ্রীরামপুর পৌরসভার কো-অর্ডিনেটর সুপ্রীতি মুখার্জি জানান আমরা ইতিমধ্যে পুরো বিষয়টি নিয়ে আলোচনা করেছি এবং যাতে দ্রুত এই সমস্যার সমাধান করা যায় তার জন্য আমরা চেষ্টা করছি।