এই মুহূর্তে কলকাতা

রাজ্যে করোনা সংক্রমণ থেকে মুক্তির হার প্রায় ৮৮ শতাংশ পৌঁছেছে।

কলকাতা , ৬ অক্টোবর:- রাজ্যে করোনা সংক্রমণ থেকে মুক্তির হার প্রায় ৮৮ শতাংশ পৌঁছেছে। এখনও পর্যন্ত দুই লাখ ৭৭ হাজার ৪৯ জন করনায় সংক্রমিত হলেও তার মধ্যে দুই লাখ ৪৩ হাজার ৭৪৩ জন সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে করনা থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে ৮৭ দশমিক ৯৮ শতাংশে পৌঁছেছে।গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৩৬ জন করনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন। অন্যদিকে এই সময় নতুন করে ৩ হাজার ৩৭০ জন নভেল করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ায় মোট করোনা সংক্রমনের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই লক্ষ ৭৭ হাজার ৪৯ জন বলে আজ স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

এই সময়ে আরও ৬৩ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় ১৫ ও কলকাতার বিভিন্ন হাসপাতালে ১৬ জন মারা গিয়েছেন। ফলে এই নিয়ে ,রাজ্যে করণা আক্রান্তের মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৫ হাজার ৩১৮ জন। যার মধ্যে এক হাজার ৭৯৯ জন কলকাতা ও এক হাজার ১৯৪ জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা।বর্তমানে ২৭ হাজার ৯৮৮ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘন্টায় ৪২ হাজার ৩৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মোট ৩৪ লাখ ৮০ হাজার ৫১০ জনের নমুনা পরীক্ষা করা হলো।