এই মুহূর্তে কলকাতা

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে বিধানসভায় দ্বিতীয় দফার শুনানি হলো আজ।

কলকাতা, ৩০ জুলাই:- মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে বিজেপির আবেদনের আজ বিধানসভায় দ্বিতীয় দফার শুনানি হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে নিজের ঘরে ওই অভিযোগের শুনানি করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। ২৫ মিনিট শুনানির পর অধ্যক্ষ ১৭ ই আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। বিরোধী দলনেতা বলেন, অধ্যক্ষের ওপর তাঁদের আস্থা আছে। দ্রুত তাঁদের অভিযোগের নিষ্পত্তি হবে বলে তিনি আশাবাদী।