এই মুহূর্তে জেলা

জমা জলে মৃত্যু হাওড়ায়।

হাওড়া, ৩০ জুলাই:- দাশনগরের পর বি.গার্ডেন। ফের মর্মান্তিক ঘটনা ঘটে গেল হাওড়ায়। দাশনগরে সকালে বৃষ্টির জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই হাওড়ার বি গার্ডেন এলাকায় সাইকেল নিয়ে যাওয়ার সময় জমা জলে পড়ে মৃত্যুর ঘটনা ঘটল। মৃতের নাম অলোক ঘোষ (৩৯)। বৃষ্টির জমা জলে গর্তে পড়ে পাশে পুকুরে তলিয়ে যান তিনি। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে অলোককে মৃত বলে ঘোষণা করা হয়।