এই মুহূর্তে জেলা

বন্ধ বাজার-হাটের মধ্যেই উদ্বোধন রিটেল চেনের , কোন ওপেনিং হবে না হুঁশিয়ারী চুঁচুড়ার বিধায়কের !

সুদীপ দাস , ২৭ জুলাই:- করোনা ঠেকাতে চুঁচুড়ার কোদালিয়া-১ এবং ২নম্বর পঞ্চায়েতের বাজার ও তৎসংলগ্ন জিটি রোডের দু’পাশের দোকানপাট চারদিনব্যাপী বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহন করেছে স্থানীয় প্রশাসন। সেইমত মঙ্গলবার থেকে ওই এলাকার সমস্ত দোকানপাট ও বাজারহাট বন্ধ রাখা শুরু হয়েছে। চুঁচুড়া স্টেশন রোড, রবীন্দ্রনগর, হুগলীর কৃষ্ণপুর বাজার সহ এইসমস্ত জায়গায় থাকা জিটি রোডের দু’পাশের সমস্ত দোকানপাট বন্ধ রাখা হয়। আগামি তিনদিনও এই বাজারহাট সম্পূর্ন বন্ধ থাকার কথা। কিন্তু হুগলী মোড়ের কাছে নবনির্মিত মিলন সিনেমা হলে বুধবার একটি সুবিশাল বেসরকারি রিটেল চেন সংস্থার মল বুধবার উদ্বোধন হওয়ার কথা।

শহরের বিভিন্ন প্রান্তে যার প্রচারও চলছে জোরকদমে। কিন্তু প্রশাসনিক নির্দেশে যেই মার্কেট বন্ধ থাকার কথা সেখানে মল উদ্বোধন কি করে হতে পারে! রবীন্দ্রনগর সহ দুই পঞ্চায়েতের বন্ধ দোকানিরা এ নিয়েই সোমবার প্রশ্ন তোলেন। তাঁদের বক্তব্য নিয়ম সকলের জন্যই সমান হওয়া উচিত। যদিও এই বনধের মধ্যে মল উদ্বোধনের প্রশ্নে চুঁচুড়ার বিধায়কের বক্তব্য কোনভাবেই সম্ভব নয়। তিনি এদিন রিতিমত হুঁশিয়ারি দিয়ে বলেন ৩০তারিখ পর্যন্ত ওই এলাকায় কোন মল উদ্বোধন করা যাবে না। শেষ খবর পাওয়া পর্যন্ত মঙ্গলবার বিকেলে ৩০তারিখ পর্যন্ত ওই মলের উদ্বোধন বন্ধ রাখার জন্য প্রশাসনিক নির্দেশিকা পৌঁছে গেছে। যদিও এদিন এবিষয়ে মল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।