এই মুহূর্তে জেলা

বছর ২০’র স্ত্রী নিশা সাউকে খুন করে শ্রীঘরে স্বামী বিনোদ সাউ।

গত নভেম্বর মাসে বিয়ে হয় নিশা ও বিনোদের। মাত্র আট মাসের সংসার জীবন কাটতে না কাটতেই স্বামীর হাতে খুন হতে হলো নিশাকে, পরিবারের এমনটাই অভিযোগ। পৈত্রিক সূত্রে টিটাগড়ের বাসিন্দা হলেও বর্তমানে স্বামী-স্ত্রী থাকতেন ঘোলা রূপায়ণ নগরের একটি ভাড়া বাড়িতে। মাস 6 আগেই এই বাড়িটিতেই ভাড়া এসেছিলেন বিনোদ ও নিশা। স্বামী স্ত্রীর সংসার চলছিল স্বাভাবিক ছন্দেই। এরপর গতকাল রাতের বিনোদ নিশার মায়ের ফোনে কল করে বলে নিশাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার ফোনটিও বন্ধ রয়েছে। খবর পেতেই পরিবারের লোকজন নিশার খোঁজে ঘোলার বাড়িতে এসে দেখতে পায় দরজা বাইরে থেকে তালা বন্ধ। এরপর এই পরিবারের লোকজনের সন্দেহ হওয়ায় ঘোলা থানার পুলিশের সহযোগিতায় ঘরের তালা ভেঙে দেখা যায় রান্নাঘরের একটি কোনে পড়ে রয়েছে নিশার ক্ষতবিক্ষত মৃতদেহ। রাতেই ঘোলা থানার পুলিশ উদ্ধার করে মৃতদেহটি। পুলিশ গ্রেপ্তার করে স্বামী বিনোদকে। পরিবারের পক্ষ থেকে সঠিক তদন্তের আবেদন জানিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে ঘোলা থানাতে।