এই মুহূর্তে জেলা

হাতে পোস্টার, ‘পেগাসাসে’র মাধ্যমে ফোনে আড়ি পাতা কান্ড নিয়ে কংগ্রেসের অবরোধ হাওড়ায়।


হাওড়া , ২৫ জুলাই:- ‘পেগাসাস’ ব্যবহারের মাধ্যমে ফোনে আড়ি পাতা হচ্ছে কেন এর প্রতিবাদে রবিবার দুপুরে হাওড়াতেও পথ অবরোধ করে বিক্ষোভ দেখান জেলা কংগ্রেসের কর্মীরা। এর পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এবং পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদেও এদিন বিক্ষোভ হয়। মধ্য হাওড়ার দেশপ্রাণ শাসমল রোডে পাওয়ার হাউস মোড়ে প্রদেশ কংগ্রেস নেতা শুভ্রজ্যোতি দাসের নেতৃত্বে এদিন বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। তাদের প্রত্যেকের হাতে ছিল স্লোগান লেখা পোস্টার। ‘পেগাসাস’ এর মাধ্যমে ফোনে আড়ি পাতা কান্ড ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অবিলম্বে পদত্যাগের দাবি তোলেন কংগ্রেস কর্মীরা।

প্রায় আধ ঘন্টা পাওয়ার হাউস মোড়ে বিক্ষোভ হয়। উল্লেখ্য, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে আগেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছিল বিরোধীরা। সাইকেল চড়ে সংসদ ভবনে গিয়ে প্রতিবাদে সামিল হয়েছিলেন তাঁরা। এবার ফোনে আড়ি পাতা কান্ড নিয়ে সরব বিরোধীরা। এবার প্রকাশ্যে এসেছে ইজরায়েলি সংস্থা পেগাসাসে’র মাধ্যমে দেশের বিশিষ্টজনদের ফোন ট্যাপিংয়ের বিষয়টি। সেখানে দেশের মন্ত্রী, সাংবাদিক কেউই এর আওতার বাইরে নেই। এই নিয়েই এবার শোরগোল পড়েছে দেশজুড়ে। এদিন সারা দেশজুড়ে আন্দোলনে সামিল হয়েছে কংগ্রেস। হাওড়াতেও চলছে বিক্ষোভ।