আরামবাগ, ২৪ জুলাই:- আরামবাগ পুলিশের বড়ো সাফল্য। চুরি চক্রের তিন পান্ডা গ্রেফতার সহ খোয়া যাওয়ায় কয়েক হাজার টাকার স্টেশনারি জিনিস পত্র ও নগদ টাকা উদ্ধার। জানা গিয়েছে স্টেশনারি দোকানে চুরি যাওয়া কয়েক হাজার টাকার স্টেশনারি জিনিসপত্র ও ১২০০ টাকা নগদ উদ্ধার করলো আরামবাগ পুলিশ। স্যাম্পু থেকে শুরু করে তামাকজাত দ্রব্য, সিগারেট চুরি করার অভিযোগ ওঠে দুষ্কৃতিদের বিরুদ্ধে। এই বিষয়ে দোকানের মালিক আরামবাগ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেন।দ্রুত তল্লাশি চালিয়ে তিন দুষ্কৃতিকে গ্রেফতার করে আরামবাগ থানার পুলিশ। তাদের আদালতে তোলার পর পুলিশ হেফাজতে নেওয়া হয়। তারপর পুলিশ দ্রুত তল্লাশি চালিয়ে কয়েক হাজার টাকার স্টেশনারি জিনিস পত্র উদ্ধার করে ও নগদ ১২০০ টাকা উদ্ধার করে। এই বিষয় আরামবাগের এসডিপিও অভিষেক মন্ডল জানান,
আরামবাগ থানায় অভিযোগ জমা পড়ার পরই আমরা তদন্ত শুরু করি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখে। তারপর জোর তল্লাশি অভিযান শুরু হয়। আর তাতেই তিন জন দুষ্কৃতি ধরা পড়ে যায়। তাকে পুলিশ হেফাজতে নেওয়ার পর জিজ্ঞাসাবাদ শুরু করে চুরি যাওয়া জিনিসপত্র ও নগদ টাকা উদ্ধার হয়। উল্লেখ্য বেশ কয়েক মাস ধরেই আরামবাগ শহরে ফাঁকা ঘর থেকে শুরু করে দোকানে চুরির ঘটনা ঘটছিল। পুলিশ এই চুরির কিনারা করতে তল্লাশি অভিযান শুরু করে।বেশ কয়েক দিন তল্লাশি চালানোর পর চুরি চক্রের তিন পান্ডাকে ধরে ফেলে। তাদের পুলিশ হেফাজতে নেওয়ার পরই চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হয়। পুলিশ সুত্রে জানা গিয়েছে, চুরি চক্রের সঙ্গে যদি আর কেউ যুক্ত থাকে তাহলে তাদেরও ধরা হবে। তাই পুলিশ অভিযান জারি থাকবে বলে জানা গেছে। সবমিলিয়ে চুরি চক্রের কিনারা করায় পুলিশের কাজে খুশি এলাকার মানুষ।