এই মুহূর্তে কলকাতা

বালি ও পাথরের খাদানের অবৈধ ব্যাবসা রুখতে নতুন খনন নীতি , জানালেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ২২ জুলাই:- বালি, পাথর খাদান এর অবৈধ কারবার রুখতে রাজ্য সরকার নতুন খনন নীতি প্রস্তুত করছে। এ ধরনের প্রাকৃতিক সম্পদের খনন ও নিলাম সংক্রান্ত যাবতীয় কাজকর্ম পরিচালনার ভার মিনারেল মাইনিং কমিটির হাতে তুলে দেওয়া হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণা করেছেন। এতদিন এই দায়িত্ব ছিল সংশ্লিষ্ট জেলাশাসকের হাতে। মুখ্যমন্ত্রী বলেন খনিজ সম্পদ নিলামের বাড়তি টাকা যাতে বেআইনিভাবে কেউ লুট করতে না পারেন, তার জন্য এই পদক্ষেপ। এবার থেকে কোথাও কোনও বালি কিংবা কয়লা লুটের খবর পেলে অনলাইনের মাধ্যমে সরকারের কাছে অভিযোগ জানাতে পারবেন যে কেউ। স্থানীয় প্রাকৃতির সম্পদ লুট একেবারেই বরদাস্ত করা হবে না বলে তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন।