এই মুহূর্তে জেলা

মাধ্যমিকে চতুর্থ স্থান, বাড়িতে গিয়ে সংবর্ধনা মন্ত্রীর।

হাওড়া , ২১ জুলাই:- মাধ্যমিকে রাজ্যের মধ্যে চতুর্থ স্থানাধিকার অর্জনকারী শিবপুর বি.কে.পাল ইনস্টিটিউশনের ছাত্র সোহম বন্দোপাধ্যায়কে সংবর্ধনা জানালেন মন্ত্রী। বুধবার সকালে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় ওই ছাত্রের শিবপুর মন্দিরতলার বাড়িতে গিয়ে সংবর্ধনা দেন। আগামী দিনে তার উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন। এদিন সোহম বলেন, খুব ভালো লাগছে। আমি একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে পড়াশোনা করতাম।

আমি উচ্চ মাধ্যমিক ভালোভাবে দিয়ে জয়েন্টে ভালো র‍্যাঙ্ক করে ভালো ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং পড়তে চাই। আমার আগ্রহ নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে পড়াশোনা করার। মন্ত্রী বাড়িতে এসে আমাকে শুভেচ্ছা জানিয়ে গেলেন। উৎসাহ অবশ্যই পাচ্ছি। পড়াশোনায় আরও জোর দিতে হবে। আরও ভালো রেজাল্ট করতে হবে।