হাওড়া , ১৭ জুলাই:- নিয়ন্ত্রণ হারিয়ে হাওড়ার সাঁত্রাগাছি ব্রিজের রেলিং ভেঙে প্রায় ৩০ ফুট নিচে খালে পড়ে গেল একটি ট্রাক। শনিবার ভোর ৪টে নাগাদ ওই দুর্ঘটনা ঘটে। কলকাতার দিক থেকে হাওড়ার সাঁত্রাগাছির দিকে আসার পথে ব্রিজে ওঠার মুখেই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি প্রথমে বাঁ দিকের রেলিংয়ে ধাক্কা মারে। এরপরে ট্রাকটি উল্টোদিকে ডান দিকের রেলিংয়ে ধাক্কা মেরে রেলিং ভেঙে অন্তত ৩০ ফুট নিচে খালের জলে পড়ে যায়। জলে ভাসতে দেখা যায় ট্রাকটিকে। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন ও জগাছা থানার পুলিশ ছুটে আসে। খাল থেকে ট্রাকটিকে উদ্ধার করতে দমকলের পক্ষ থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্রেনের ব্যবস্থা করা হয়।
পরে গাড়িটি ক্রেনের সাহায্যে খাল থেকে তোলা হয়। দমকল সূত্রের খবর, ট্রাকটিতে কোনও মালপত্র ছিলনা। ট্রাকের চালক ও খালাসির সন্ধান চলছে। এরা দুর্ঘটনার সময় গাড়ি থেকে লাফিয়ে নেমে পড়েন নাকি ট্রাক সমেত জলে পড়ে যান তা জানার চেষ্টা চলছে। ট্রাকের কেবিন থেকে উদ্ধার হয়েছে ডাইরি এবং ট্রাকের কাগজপত্র। গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করেছে সাঁত্রাগাছি থানা। এই ঘটনার জেরে ভোরের দিকে সাঁত্রাগাছি ব্রিজে যানজট ছড়িয়ে পড়ে। এলাকার মানুষ এখানে ডবল লেনের দাবিতে সরব হয়েছেন।