সুদীপ দাস, ১৬ জুলাই:- বিজেপি যদি উত্তরাখন্ডে নন-এমএলএ মুখ্যমন্ত্রীকে সরিয়ে এমএলএ মুখ্যমন্ত্রী করতে পারে তাহলে পশ্চিমবঙ্গে তৃণমূল কেন পারবে না। তৃণমূলের তো ২১০/১২টা এমএলএ আছে। তাহলে তাঁদের মধ্যে থেকে একজনকে মুখ্যমন্ত্রী কেন করা যাচ্ছে না। শুক্রবার চুঁচুড়ার ৩নম্বর গেট বিজেপির হুগলী সাংগঠনিক জেলা অফিসে এসে এমনই মত প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে কটাক্ষ করে বলেন এত চিন্তা কেন ওঁনার? আসলে প্রাইভেট লিমিটেড কোম্পানী তো!
এদিন শুভেন্দু অধিকারী বলেন করোনা পরিস্থিতিতে ভ্যাকসিনেসন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনভাবেই উপ-নির্বাচন সম্ভব নয়। যে রাজ্য করোনার জন্য লোকাল ট্রেন চালাতে পারে না, যে রাজ্য ১০০ টির বেশী পুরসভার নির্বাচন স্থগিত রাখে, সে রাজ্য এই পরিস্থিতিতে উপ-নির্বাচন কি করে করতে পারে। এদিন হুগলী জেলা অফিসে সাংগঠনিক বৈঠকের জন্য উপস্থিত হয়েছিলেন বিজেপি নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৈঠকে আগামীদিনের কর্মসুচী নিয়ে আলোচনা হয়।