কলকাতা, ১৫ জুলাই:- রাজ্যসভার দুটি আসন সহ রাজ্যে বাকি থাকা দুটি কেন্দ্রের বিধানসভা নির্বাচন এবং পাঁচটি কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি পরাজিত হবে জেনে ভোট চাইছে না বলে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্তব্য করেছেন। আজ নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন সংবিধান অনুযায়ী ভোটের ফল প্রকাশের ছয় মাসের মধ্যে উপনির্বাচন করানোর কথা। ফলে দল বেআইনি এবং অসাংবিধানিক কিছু চাইছে না।
রাজ্যে বর্তমানে করনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে থাকায় রাজ্যসভা তো বটেই বিধানসভা ভোটের জন্যও দল তৈরি বলে তিনি এই দিন দাবি করেন। কলকাতা পুরসভার একটি রিপোর্ট এর কথা উল্লেখ করে বর্তমানে কলকাতার ভবানীপুরের অনেক ওয়ার্ড কভিড শূন্য বলেও তিনি জানান। উল্লেখ্য নিয়ম অনুযায়ী আগামী ৫ই নভেম্বরের মধ্যে পাঁচটি আসনে উপনির্বাচন সম্পূর্ণ করতে হবে। এইদিকে আজই বাকি থাকা সাতটি কেন্দ্রে নির্বাচন দ্রুত করানোর দাবি জানিয়ে তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল দিল্লিতে নির্বাচন সদনে গিয়ে স্মারকলিপি জমা দিয়েছে।